কে বাঁচায়, কে বাঁচে - উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2023 - বাংলা গল্প

 কে বাঁচায়, কে বাঁচে - উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2023 - বাংলা গল্প




                      গল্প- কে বাঁচায়, কে বাঁচে!


           পরীক্ষার প্রস্তুতিমূলক প্রশ্ন ও উত্তর

             MCQ প্রশ্ন ও উত্তর [স্ট্যান্ডার্ড 1]ঠি

                  সঠিক উত্তর নির্বাচন করুন



1) মৃত্যুঞ্জয়ের দিকে নজর রাখতে টুনুর মা কে।

কাতর অনুরোধ করলেন?

(a) প্রতিবেশীর কাছে (b) নিখিলের কাছে (c) অফিসের বৃদ্ধের কাছে (d) ডাক্তারের কাছে


উঃ।(খ) নিখিলের কাছে



2) মৃত্যুঞ্জয় প্রতিদিন অফিসে যায়-

(a) বাসে (b) ট্রামে (c) পায়ে হেঁটে (d) নিজের গাড়িতে


উঃ।(b) ট্রামে চেপে ধরুন



3) মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা—

(a) মৃত্যুঞ্জয় নিজে (b) তার ভাই এবং চাকর (c) টুনুর মা (d) মৃত্যুঞ্জয় এবং তার চাকর


উঃ।(খ) তার ভাই এবং ভৃত্য


4) ফুটপাতে থাকা ব্যক্তির মৃত্যুর কারণ-


(a) রোগ (b) দুর্ঘটনা (c) খাদ্যে বিষক্রিয়া (d) ক্ষুধার্ত


উঃ।(d) অনাহার



5) মৃত্যুঞ্জয় ঠিকমতো অফিসে না এসে কোথায় যায়?


(a) বাজার (b) আত্মীয়ের বাড়ি (c) নিজের।

বাড়িতে (ঘ) শহরের ফুটপাতে হাঁটে


উঃ।(d) শহরের ফুটপাতে হাঁটা



6) মৃত্যুঞ্জয় বাস করে-


(a) দশ জন (b) পাঁচ জন (c) সাত জন (d) নয় জন


উঃ।(d) নয় জন


7) 7 “গাঁও থেকে H.C.

খেতে পারি না বাবা।

আমাকে খেতে দাও।"

কথাগুলো বললেন? 


(a) টুনুর মা (b) মৃত্যুঞ্জয় (c) নিখিল (d) মৃত্যুঞ্জয়ের ছেলে মেয়েরা


উঃ।(b) মৃত্যুঞ্জয়


8) নিখিল রোগা, তীক্ষ্ণবুদ্ধি এবং একটু-

(ক) আলসে প্রকৃতির লোক (খ) সাহসী প্রকৃতির লোক (গ) ভীরু প্রকৃতির লোক (ঘ) চালাক প্রকৃতির লোক

উঃ|(ক) আলসে প্রকৃতির লোক


Post a Comment

Previous Post Next Post